এপ্রিলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, জানাল সরকার


ক্রাইম জোন ২৪।। এপ্রিল মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সোমবার (৩১ মার্চ) এক সরকারি আদেশে জানানো হয়, বিশ্ববাজারের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হলেও আপাতত বর্তমান দামই বহাল রাখা হবে।
বর্তমানে ডিজেল ও কেরোসিনের লিটারপ্রতি মূল্য ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারিত রয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছিল, যা মার্চ মাসেও বহাল ছিল। সরকার জানিয়েছে, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই দাম অপরিবর্তিত রাখা হয়েছে।