বিমানের টিকিট নিয়ে সিন্ডিকেট আর থাকবে না : ধর্ম উপদেষ্টা


ক্রাইম জোন ২৪।। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও কোনো সুযোগ নেই।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা জানান, এখন থেকে বিমানের টিকিট বুক করতে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দেওয়া বাধ্যতামূলক। যদি তিন দিনের মধ্যে টিকিট ইস্যু না করা হয়, তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তিনি বলেন, “গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, ত্রিগুণ দামে বিক্রি করা যাবে না। এ জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।”
উপদেষ্টা জানান, সারা দেশে ইতোমধ্যে সাড়ে তিনশ মডেল মসজিদ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে এসব মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকার বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। যদি দুর্নীতি প্রমাণিত হয়, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “কক্সবাজারে বহুদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে। এখানে কোনো ধরনের নৈরাজ্য বা ভুল বোঝাবুঝি নেই।”