শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

কুয়াকাটায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

কুয়াকাটায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ক্রাইম জোন ২৪।। পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া বেগমকে (১৬) হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও মেহেদীর পরিবার বলছে, এটি আত্মহত্যা।

মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিন জানান, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের (২২) সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী তাকে নিয়মিত নির্যাতন করছিল।

বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোট বোন মারিয়াকে (১০) স্বামীর বাড়িতে যেতে বলেন। মারিয়া গিয়ে দেখতে পান, মেহেদী তার স্ত্রীকে মারধর করছে।

রাত সাড়ে ৮টার দিকে মেহেদী ফোন করে তার শ্বশুর হারিছকে জানান, মাফিয়া গলায় ফাঁস দিয়েছে।

মাফিয়ার পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button