শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

আছিয়া হ’ত্যার প্রতিবাদে বরিশালের মহাসড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ

আছিয়া হ’ত্যার প্রতিবাদে বরিশালের মহাসড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ

আল ইসলাম হোসেন বাপ্পি ::: শিশু আছিয়াকে ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়কে ঘণ্টাব্যাপী অবস্থান করে বিক্ষোভ করেছে ধর্ষণবিরোধী মঞ্চ বরিশাল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে প্রতিবাদ মিছিল শেষে আছিয়ার গায়েবানা জানাজা নামাজ আদায় করেন উপস্থিত নেতা-কর্মীরা।

এ সময় বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন ও মহানগর শাখার মুখপাত্র ইশরাত মায়া।

বক্তারা বলেন, ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এ অপকর্ম কেউ করার সাহস দেখাবে না। দীর্ঘ দিন ধরে নারী নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় এ ধরনের ঘৃণ্য কাজ বেড়েই চলছে। এ কারণেই মাগুরার শিশু আছিয়ার সঙ্গে অমানবিক ঘটনা ঘটেছে। তাই দ্রুততর সময়ের মধ্যে সঠিক তদন্ত শেষে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই দেশে সবার অধিকার ফিরে আসবে।

এদিকে একই ঘটনার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সদস্যরা। বৃহস্পতিবার রাতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশ বক্তারা বলেন, আছিয়ার ধর্ষণ ও হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করেন তারা

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button