আল ইসলাম হোসেন বাপ্পি ::: শিশু আছিয়াকে ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়কে ঘণ্টাব্যাপী অবস্থান করে বিক্ষোভ করেছে ধর্ষণবিরোধী মঞ্চ বরিশাল।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে প্রতিবাদ মিছিল শেষে আছিয়ার গায়েবানা জানাজা নামাজ আদায় করেন উপস্থিত নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন ও মহানগর শাখার মুখপাত্র ইশরাত মায়া।
বক্তারা বলেন, ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এ অপকর্ম কেউ করার সাহস দেখাবে না। দীর্ঘ দিন ধরে নারী নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় এ ধরনের ঘৃণ্য কাজ বেড়েই চলছে। এ কারণেই মাগুরার শিশু আছিয়ার সঙ্গে অমানবিক ঘটনা ঘটেছে। তাই দ্রুততর সময়ের মধ্যে সঠিক তদন্ত শেষে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই দেশে সবার অধিকার ফিরে আসবে।
এদিকে একই ঘটনার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সদস্যরা। বৃহস্পতিবার রাতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশ বক্তারা বলেন, আছিয়ার ধর্ষণ ও হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করেন তারা
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]