শিরোনাম

বরিশালে জমি বিরোধে হোটেল ব্যবসায়ীসহ一 ৩ জনকে কুপিয়ে জখম

বরিশালে জমি বিরোধে হোটেল ব্যবসায়ীসহ一 ৩ জনকে কুপিয়ে জখম

ক্রাইম জোন ২৪।। বরিশালের টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নরকাঠী গ্রামে জমিজমা বিরোধের জেরে এক হোটেল ব্যবসায়ীসহ তার পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন আর্শেদ মৃধা, তার ছেলে শামিম মৃধা ও স্ত্রী হাসিনা বেগম। হাসিনা বেগম জানান, প্রতিপক্ষ খলিল মল্লিক ও তার পরিবারের সদস্যরা তাদের জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছিল। এর প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

এদিকে হামলার পর অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button