শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বাংলাদেশ পরিসংখ্যান কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি

বাংলাদেশ পরিসংখ্যান কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন’ নামে এই সংস্থার প্রতিষ্ঠার সুপারিশকে স্বাগত জানিয়েছেন বিবিএসের নন-ক্যাডার কর্মকর্তারা। তারা দ্রুত এই কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিবিএস নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুর রব ঢালী ও সাধারণ সম্পাদক সৈয়দা মারুফা শাকির এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অতীতে বিবিএসের কার্যক্রমের ওপর বিভিন্নভাবে প্রভাব খাটানোর ঘটনা ঘটেছে, যা সংস্থাটির পেশাদারিত্বকে বাধাগ্রস্ত করেছে। ফলে, বিবিএস একটি নিরপেক্ষ ও স্বাধীন সংস্থা হিসেবে কাজ করতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইউএন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অব অফিসিয়াল স্ট্যাটিসটিকস অনুসারে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যান নিশ্চিত করতে একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত জাতীয় পরিসংখ্যান সংস্থার কোনো বিকল্প নেই। উন্নত দেশগুলোতে এ ধরনের কমিশন রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিসংখ্যান প্রকাশ করে, যা নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখে।

বিবিএস কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন আইন/অধ্যাদেশ’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, কমিশনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো পদোন্নতি ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার আহ্বান জানিয়েছেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button