শিরোনাম

সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বাড়বে কুয়াশা

সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বাড়বে কুয়াশা

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। যার ফলে আগামী তিন দিন আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

শনিবার ও রোববার (৮ ও ৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত সারাদেশে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে (৩১.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীর ঈশ্বরদীতে (১০.২ ডিগ্রি সেলসিয়াস)। এ সময় দেশে কোনো বৃষ্টিপাত হয়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button