বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি বরিশাল জেলা শাখা কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) বরিশাল জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল সদর রোডে বিসিডিএস ভবনে পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও সভাপতি বিসিডিএস পটুয়াখালী জেলা শাখার মোঃ ইস্তিয়াক উদ্দিন আহমেদ রাহাত, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব-নির্বাচিত বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, সভার সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিসিসির সাবেক কাউন্সিল ও বিসিডিএস বরিশাল জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ আকবর এবং বিসিডিএস বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
এসময় নব-নির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সদস্য আসিফ ইকবাল, সদস্য আঃ মান্নান চৌধুরী (সেলিম), সদস্য মোঃ আওরঙ্গজেব চাঁন, সদস্য মোঃ শামিম হাওলাদার লিওন, সদস্য মোঃ আফজাল হোসেন তপু, সদস্য মোঃ মাহামুদুল হাসান রনি, সদস্য হাসনাইন আহম্মেদ, সদস্য মোঃ বাইজিদ শরীফ, সদস্য আবুল কালাম তাজুল, সদস্য মোঃ সামসুল আরেফিন, সদস্য বাবু লিটন চন্দ্র মালী, সদস্য মোঃ সৈয়দ নূর-ই আলম, এবং সদস্য মোঃ এ.বি.এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিসিডিএস-এর উন্নতির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।