শিরোনাম
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে: শেখ বশিরউদ্দীনজীবন আহমেদের ক্যামেরায় জুলাই গণ-অভ্যুত্থানর‍্যাব বলছে হত্যা, পুলিশ বলছে চুরিআল-আরাফাহ ব্যাংকে চাকরিচ্যুতদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষশান্ত হয়ে যাচ্ছে নীল তিমিরা, দুশ্চিন্তায় বিজ্ঞানীরাচীনের চর সন্দেহে ইন্টেল সিইওর অপসারণ চাইলেন ট্রাম্পপবিপ্রবিতে জুনিয়রকে পরিচালকের দায়িত্ব দেওয়ায় ছাত্র উপ-উপদেষ্টার পদত্যাগচাঁদপুরে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থীর মৃত্যুআকাশসীমায় বেসামরিক ফ্লাইটের বিদ্যমান ঝুঁকি নিরসন করতে হবে, গোলটেবিলে বক্তারাপ্রকাশিত সংবাদ নিয়ে শিবিরের ঢাবি শাখার প্রতিবাদ

কক্সবাজার থেকে বান্দরবানে সারজিস আলম

কক্সবাজার থেকে বান্দরবানে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কক্সবাজার থেকে বান্দরবানের থানচিতে এসেছেন বলে খবর পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির থানচি উপজেলার এক নেতা বলেন, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার থেকে এসে বান্দরবানে লামা, আলীকদম ও থানচি সফরে যান সারজিস আলম। পরে দুপুরে থানচি উপজেলা সদরে তমা তুঙ্গি পর্যটনকেন্দ্রে থেকে বান্দরবান শহরে দিকে রওনা দিয়েছেন।

এনসিপির বান্দরবান জেলা কমিটির এই নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (সারজিস আলম) বান্দরবান জেলা সফর করবেন—এ রকম কোনো তথ্য আমাদের জানানো হয়নি। পরে জানতে পারি, উনি লামা ও আলীকদম দুই উপজেলা ভ্রমণ করেছেন। এই দুই উপজেলা ভ্রমণ শেষ করে থানচিতেও গিয়েছেন। দুপুরে যখন থানচি থেকে বান্দরবানের উদ্দেশে রওনা দেবেন, তখনই গোয়েন্দাদের মাধ্যমে উনার বান্দরবানের আসার খবর পাই। এর আগে আমরা কেউ কিছু জানতাম না।’

বান্দরবানে পৌঁছে জেলার এনসিপি নেতাদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যদ্দুর জানি, এটা উনার ব্যক্তিগত ভ্রমণ। শুনলাম একাই এসেছেন। বান্দরবান হয়ে হয়তো চট্টগ্রাম বা ঢাকা কোথাও চলে যাবেন। জেলায় দলের নির্ধারিত কোনো কর্মসূচিও ছিল না। আমাদের যেহেতু জানানো হয়নি, আমরাও আগ বাড়িয়ে আর খবর নিতে যাইনি।’

এ বিষয়ে জেলা কমিটির আরেক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে দুপুরে আমাদের একটা বৈঠক ছিল। সেখানেও সারজিস আলমের ভ্রমণের বিষয়টি ওঠেনি। যেহেতু আমাদের কাউকে জানানো হয়নি। সে কারণে তাঁর এই ভ্রমণ ব্যক্তিগত হিসেবে নিয়েছি। তবে শুনলাম তাঁর পরিবারই ব্যক্তিগত ভ্রমণে এসেছেন। সেখানে তাঁর স্ত্রীও রয়েছে শুনেছি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button