শিরোনাম
জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে অনেক অর্জন হয়েছে: শেখ বশিরউদ্দীনজীবন আহমেদের ক্যামেরায় জুলাই গণ-অভ্যুত্থানর‍্যাব বলছে হত্যা, পুলিশ বলছে চুরিআল-আরাফাহ ব্যাংকে চাকরিচ্যুতদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষশান্ত হয়ে যাচ্ছে নীল তিমিরা, দুশ্চিন্তায় বিজ্ঞানীরাচীনের চর সন্দেহে ইন্টেল সিইওর অপসারণ চাইলেন ট্রাম্পপবিপ্রবিতে জুনিয়রকে পরিচালকের দায়িত্ব দেওয়ায় ছাত্র উপ-উপদেষ্টার পদত্যাগচাঁদপুরে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থীর মৃত্যুআকাশসীমায় বেসামরিক ফ্লাইটের বিদ্যমান ঝুঁকি নিরসন করতে হবে, গোলটেবিলে বক্তারাপ্রকাশিত সংবাদ নিয়ে শিবিরের ঢাবি শাখার প্রতিবাদ

গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌখিক পরীক্ষার সূচি

গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌখিক পরীক্ষার সূচি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩১ ধরনের পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১০ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে। সোমবার (৪ আগস্ট) বাহিনীর পরিচালক (রেকর্ড) মোহাম্মদ নূরুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩১টি ক্যাটাগরির বিভিন্ন পদে প্রাথমিক/লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা যাচাই/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে।

গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১৬ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষতা যাচাই /ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় তিন-চার দিন আগে প্রার্থীর মোবাইল ফোন নম্বরে এসএমএস এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

একই পদের প্রার্থীদের দক্ষতা যাচাই/ ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা ভিন্ন ভিন্ন তারিখে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button