শিরোনাম

চলে গেলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার

চলে গেলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার

Ajker Patrika

চলে গেলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৯: ০৬

Photo

মারা গেছেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার ফ্রাঙ্ক মিল। ছবি: এক্স

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্রাঙ্ক মিল। তাঁর সাবেক ক্লাব ফর্টুনা ডুসেলডর্ফ নিশ্চিত করেছে খবরটি। গত মে মাসে হার্ট অ্যাটাক করেন তিনি। অসুস্থতার সেই ধকল আর কাটিয়ে উঠতে পারেননি ৬৭ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার।

১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি। তখন অবশ্য পশ্চিম জার্মানি নাম ছিল। আন্দ্রেস ব্রেহমের পর সেই বিশ্বকাপের আরও এক ফুটবলারকে হারাল জার্মানি। মিল স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। পশ্চিম জার্মানির হয়ে ৮ বছরে মাত্র ১৭ ম্যাচ খেলেছেন সাবেক এই ফরোয়ার্ড। ১৯৮৮ সিউল অলিম্পিক ফুটবলে ব্রোঞ্জ জেতা জার্মানি দলেরও সদস্য ছিলেন তিনি।

পেশাদার ক্যারিয়ারে মিলের শুরুটা রট‑ভাইস এসেনের হয়ে। ৫ বছর কাটিয়ে ১৯৮১ সালে যোগ দেন বরুসিয়া মনশেনগ্লাডবাখে। সেখানেও ৫ বছর খেলেন তিনি। ১৯৮৬ সালে তাঁকে দলে ভেড়ায় বরুসিয়া ডর্টমুন্ড। দুই বছর পরই ক্লাবটির হয়ে ডিএফবি পোকাল কাপ জেতেন মিল। ফাইনালে ভের্ডার ব্রেমেনের বিপক্ষে একটি গোলও করেন তিনি। ৮ বছরের সম্পর্ক ছিন্ন করে ডুসেলডর্ফে পাড়ি দেন সাবেক এই ফরোয়ার্ড। বুন্দেসলিগায় শেষবার খেলেন ১৯৯৬ সালে।

জার্মান ভাষায় মিল নামের অর্থ—ব্যর্থ। ডর্টমুন্ডের হয়ে অভিষেক ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সহজ গোলের সুযোগ নষ্ট করেছিলেন মিল। জার্মান ফুটবলে ‘শতাব্দীর সেরা মিস’ হিসেবে খ্যাত তা। এমনটা শুনলে মিল তা হেসেই উড়িয়ে দিতেন। কারণ, ক্যারিয়ারে দুইশ’র অধিক গোল করা এই ফরোয়ার্ড নামে ব্যর্থ হলেও ফুটবলে ঠিকই পেয়েছেন সফলতার ছোঁয়া।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button