ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৪৩


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়নি।
আজ রোববার (৩ আগস্ট) ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে সর্বোচ্চ বরিশাল বিভাগে। এই বিভাগে ভর্তি হয়েছে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ৫১, ঢাকা বিভাগে ৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯, আর ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ৩ জন।
সরকারের পরিসংখ্যানে বলা হয়, চলতি মাসের প্রথম তিন দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০৯ জন, আর মারা গেছে ১ জন। এর আগে গত জুলাই মাসে মৃত্যু হয়েছে ৪১ জনের, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জন মারা যায় জুন মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ ও মে মাসে ৩ জন মারা যায়। মার্চ মাসে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
অন্যদিকে গত জুলাই মাসে সরকারি হিসাবে রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪। রোগীর এ সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ।
এ ছাড়া জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ এবং জুনে ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।