শিরোনাম

করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে। আর চলতি বছরে এখন পর্যন্ত ৭২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

করোনাবিষয়ক হালনাগাদ করা তথ্যে আজ রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১১১টি নমুনা পরীক্ষা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। তবে এই সময়ের মধ্যে ঢাকা বিভাগে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক নারী করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।

সরকারের তথ্য বলছে, দেশে ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর আজ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫২ হাজার ২৬৭ জন রোগী শনাক্ত হয়। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩০ জনের।

কোভিড মহামারি শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে। ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ ও ২০২৪ সালে ২২ জন মারা গেছেন।

সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ও ভাইরাস ছড়িয়ে পড়া অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয় সব স্থল ও বিমানবন্দরে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button