শিরোনাম

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে সোহেল (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে ২ নম্বর কাস্টমঘাট এলাকার একটি সেলুনের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটে স্বপন শিকদারের ছেলে।

গুলির বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনার সময়ে আহত ওই যুবক ২ নম্বর কাস্টমঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি সেলুনের সামনে অবস্থান করছিলেন। এ সময় চার-পাঁচজন মোটরসাইকেলযোগে সেখানে আসে। এদের সবার মুখ বাঁধা এবং হেলমেট দিকে ঢাকা ছিল। সোহেলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে একটি তাঁর পেটে বিদ্ধ হয়। এ সময়ে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত ওই যুবকের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদক আইনে চারটি মামলা রয়েছে।

জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবু তারেক বলেন, আহত যুবক স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। মাদক ও টাকার লেনদেন নিয়ে গুলির ঘটনাটি ঘটতে পারে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button