শিরোনাম

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

Ajker Patrika

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৬: ১৯

Photo

চোখের সামনে বাবার ছুরিকাঘাতে মায়ের মৃত্যু দেখে ঘরের চৌকাঠের সামনে নির্বাক বসে আছে ৯ বছরের শিশু মেরাজ। আজ বুধবার টাঙ্গাইলের সখীপুরের জেলখানা মোড় এলাকায়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে ছোট দুই সন্তানের সামনে কাকলি বেগম (৩২) নামের এক নারীকে তাঁর স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মেহেদী হাসান (৪০)। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন।

ওই দম্পতির দুই সন্তান মেরি ও মিরাজ হত্যাকাণ্ডের এসব তথ্য জানায়। শিশু দুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে তাদের মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে মেহেদী-কাকলি দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজ সকালেও তাঁদের ৯ বছরের শিশুছেলে মিরাজ ও ১৩ বছরের মেয়ে মেরি আক্তারের সামনেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মেহেদী তাঁর স্ত্রীর পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় মাকে রক্তাক্ত অবস্থায় দেখে সন্তানেরা চিৎকার শুরু করে। স্থানীয়রা কাকলিকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইলের সখীপুরের জেলখানা মোড় এলাকায় স্বামীর ছুরিকাঘাতে নিহত নারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে তাঁর স্বজনেরা সেখানে ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের সখীপুরের জেলখানা মোড় এলাকায় স্বামীর ছুরিকাঘাতে নিহত নারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে তাঁর স্বজনেরা সেখানে ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

হাসপাতালের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই গৃহবধূ কাকলির মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেননি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button