শিরোনাম
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ৪ জনের মৃত্যু, অনেকে নিখোঁজভারতের কোচের ওপর তবু কেন ক্ষুব্ধ গাভাস্কারমানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটেযুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানতসাংবাদিকদের সঙ্গে ‘ফাউল’ আচরণ করেছে তথ্য মন্ত্রণালয়, অভিযোগ সাংবাদিক নেতাদেরপাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে বিএনপির নেতার মৃত্যুমানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আয়োজনে বেলুন বিস্ফোরণ, ৮ দগ্ধবাবরকে নিয়ে সুখবরফরিদপুরে বসতবাড়ির আঙিনায় মিলল দুটি ককটেলপঞ্চগড়ে বৃদ্ধকে গলা কেটে হত্যা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

Ajker Patrika

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৩: ৪৪

Photo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা। আজ রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন তারা।

এতে ঢাকা-পাবনা মহাসড়কে এক ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এক শিক্ষার্থী বলেন, ‘সরকার অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার কোটি টাকার বাজেট দিলেও আমাদের জন্য ৫০০ কোটি টাকার প্রকল্পও অনুমোদন করছে না। আমরা স্থায়ী ক্যাম্পাস না পেলে কঠোর কর্মসূচিতে যাব।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button