শিরোনাম

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আবারও বেজেছে কারখানার সাইরেন। রাষ্ট্রায়ত্ত ‘রাজশাহী টেক্সটাইল মিলস্‌’ এখন প্রাণ-আরএফএলের হাতে হয়ে উঠছে কর্মসংস্থানের নতুন বাতিঘর। গতকাল শনিবার বিকেলে ‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিলস্‌’ পরিদর্শনে এসে আবেগে আপ্লুত হয়ে ওঠেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। কারখানা ঘুরে দেখে তিনি বলেন, ‘আমি শুধু আনন্দিত নই, আমি আপ্লুত। এখানে সবাই কাজ করছেন। একটা কাজের পরিবেশ তৈরি হয়েছে।’

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) চুক্তির মাধ্যমে গত বছরের শেষের দিকে প্রাণ-আরএফএল গ্রুপকে হস্তান্তর করে বাংলাদেশ টেক্সটাইল মিলস্‌ করপোরেশন (বিটিএমসি)। জীর্ণ, পরিত্যক্ত একটি মিলকে নতুন করে গড়ে তোলে প্রাণ-আরএফএল। এখন সেখানে তৈরি হচ্ছে ব্যাগ, মানিব্যাগ, জুতা, লাগেজসহ নানা ধরনের পণ্য।

প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ৬ মাসেই চাকরি পেয়েছেন ২ হাজার শ্রমিক। কারখানার পূর্ণ কার্যক্রমে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করেছেন তাঁরা। এই উপলক্ষে গতকাল কারখানা চত্বরে আয়োজিত ‘দুই হাজার কর্মসংস্থান উদ্‌যাপন; লক্ষ্য ১২ হাজার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রাজশাহীর মানুষকে আর ঢাকা, গাজীপুর বা বিদেশে যেতে হবে না—এখানেই কর্মসংস্থান তৈরি হচ্ছে, এখানেই গড়ে উঠছে শিল্প।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button