শিরোনাম
রাজধানীর নাবিস্কো মোড় থেকে বিদেশি পিস্তলসহ ২ ব্যক্তি আটকইউটিউবে এখন মিস্টার বিস্টের ধারেকাছে কেউ নেই, পেলেন বিশেষ বাটনএকসঙ্গে ২০ জনের সঙ্গে প্রেম, উপহারের আইফোন বেচে ফ্ল্যাটের মালিক তরুণীশহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, ঘোষণা আসবে ইশতেহারেরখণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে ছাত্রদলের নেতা–কর্মীরা, সবচেয়ে বড় ছাত্র সমাবেশের আশারাশিয়ায় ৬০০ বছর পর জাগল আগ্নেয়গিরি, ছাই উঠে গেলে ৬ হাজার মিটারএসএসসি পাসে ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনেজামালদের ক্যাম্প শুরু ১৩ আগস্টরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধসামরিক ড্রোন কেনায় কমিশন বাণিজ্য, ইউক্রেনে এমপি ও কর্মকর্তা গ্রেপ্তার

পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির

পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির

Ajker Patrika

পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২৩: ২৮

Photo

মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির। ছবি: আইএসপিআর

পাকিস্তান সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, এ সময় সেনাপ্রধান সামগ্রিক অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, জেট-১০ হলো ‘অল-ওয়েদার প্ল্যাটফর্ম’—যেখানে রয়েছে উন্নত রাডার সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। সুনির্দিষ্ট আঘাত হানার জন্য নকশা করা এই হেলিকপ্টার পাকিস্তান সেনা-বিমান ইউনিটের আকাশ ও স্থল—দুই ধরনের হুমকির বিরুদ্ধে সক্ষমতা বাড়াবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সেনাপ্রধান মুজাফফরগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে জেট-১০ অ্যাটাক হেলিকপ্টারের লাইভ ফায়ার পাওয়ার প্রদর্শনী প্রত্যক্ষ করেন। এতে সেনাবাহিনীর আধুনিক প্রতিক্রিয়া সক্ষমতা ও সম্মিলিত যুদ্ধ কৌশলের সমন্বয় তুলে ধরা হয়।

কোর সদর দপ্তরে পৌঁছালে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে কোর কমান্ডার স্বাগত জানান এবং চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও গঠনের সার্বিক অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং দেন। সেনাপ্রধান উচ্চমানের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পরে তিনি একাডেমিয়া ও সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি জাতীয় ঐক্য, বেসামরিক-সামরিক সমন্বয় এবং হাইব্রিড হুমকি মোকাবিলায় ‘পুরো জাতি-এক দেহ’ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সংহতি জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেনাদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান তাঁদের উচ্চ মনোবল, পেশাদারিত্ব ও যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button