শিরোনাম
ফ্লাইট এক্সপার্টের এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা, থানায় ভাশুরের আত্মসমর্পণস্কুল শিক্ষার্থীদের প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট কী, কেন ফিরিয়ে আনলেন ট্রাম্পবগুড়ায় বিদ্যুতায়িত হয়ে মুয়াজ্জিনের মৃত্যুএলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকাহোয়াইট হাউসে স্বপ্নের বলরুম বানাচ্ছেন ট্রাম্প, ব্যয় ২০ কোটি ডলারমিছিলে মিছিলে এনসিপির সমাবেশে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা‘যেখানে পাবে সোজা গুলি করবে’, হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপসখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতকরানে ফিরতে শান্তকে কী পরামর্শ দিলেন কোচ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

Ajker Patrika

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৩: ৪৪

Photo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা। আজ রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন তারা।

এতে ঢাকা-পাবনা মহাসড়কে এক ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এক শিক্ষার্থী বলেন, ‘সরকার অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার কোটি টাকার বাজেট দিলেও আমাদের জন্য ৫০০ কোটি টাকার প্রকল্পও অনুমোদন করছে না। আমরা স্থায়ী ক্যাম্পাস না পেলে কঠোর কর্মসূচিতে যাব।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button