শিরোনাম
রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল‘বাসর ঘরে’ ফুটে উঠল ফ্যাসিবাদী শাসনের মর্মন্তুদ চিত্রমায়ামির জয়ের পরও মেসিকে নিয়ে দুশ্চিন্তাপ্রতিভা খুঁজতে বদলে যাচ্ছে দেশের তৃণমূল কোচিংত্বক দিয়ে শ্বাস নেয় ও পানি শোষণ করে ব্যাঙ, কীভাবেগাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও ৬২ ফিলিস্তিনিরবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে আধা পাকা আউশ ধান, দুশ্চিন্তায় কৃষকেরাহাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে দেওয়া ব্যবসায়ীর মৃত্যু১০৭ ফুট উচ্চতায় কাপ্তাই লেকের পানি, আর ১ ফুট বাড়লেই খুলবে জলকপাটশেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ, রাজসাক্ষী সাবেক আইজিপি ট্রাইব্যুনালে

রাজাপুরে কর্দমাক্ত রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

রাজাপুরে কর্দমাক্ত রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ঝালকাঠির রাজাপুরে একটি কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এ মানববন্ধন হয়। রাস্তাটির উন্নয়নে কোনো কাজ না হওয়ায় কর্দমাক্ত রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানায় তারা।

স্থানীয়রা জানায়, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটিতে চলাচলে তাদের ব্যাপক ভোগান্তি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।

মানববন্ধনে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, সমাজ সেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল লতিফ মোল্লা, আবুল বাশার, বাশার, ইয়াসিন, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক নাজমিন বেগম এবং লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।

বক্তারা বলেন, ‘বিগত সরকারের সময় উন্নয়নের অনেক কথা শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি। এমন উন্নয়ন হয়েছে যে এখন আমরা কাদায় ভাসছি। রাস্তা না থাকলে এই কাদায় কচু চাষ করাই ভালো।’ মানববন্ধন শেষে কাঁচা রাস্তায় কচুগাছের চারা রোপণ করেন প্রতীকী প্রতিবাদ জানায় এলাকাবাসী।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button