[ad_1]
ঝালকাঠির রাজাপুরে একটি কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এ মানববন্ধন হয়। রাস্তাটির উন্নয়নে কোনো কাজ না হওয়ায় কর্দমাক্ত রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানায় তারা।
স্থানীয়রা জানায়, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটিতে চলাচলে তাদের ব্যাপক ভোগান্তি হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
মানববন্ধনে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, সমাজ সেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল লতিফ মোল্লা, আবুল বাশার, বাশার, ইয়াসিন, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক নাজমিন বেগম এবং লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।
বক্তারা বলেন, ‘বিগত সরকারের সময় উন্নয়নের অনেক কথা শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি। এমন উন্নয়ন হয়েছে যে এখন আমরা কাদায় ভাসছি। রাস্তা না থাকলে এই কাদায় কচু চাষ করাই ভালো।’ মানববন্ধন শেষে কাঁচা রাস্তায় কচুগাছের চারা রোপণ করেন প্রতীকী প্রতিবাদ জানায় এলাকাবাসী।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]