হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে দেওয়া ব্যবসায়ীর মৃত্যু


বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া এবং চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
নিহত আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউমার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।
নিহতের স্বজনেরা জানান, এক বছর আগে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর মধ্যে দুই দফা হামলার শিকার হন তিনি ও তাঁর পরিবার। দুই ঘটনায়ই থানায় মামলা করেন আল আমিন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তাঁর কাছে মামলা তুলে নেওয়া এবং ২ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেন।
গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আল আমিনের দুই হাত ও দুই পা ভেঙে দেওয়া হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন তাঁর বাবা আফসার আলী। এ সময় তাঁর কাছ থেকে সোয়া ১ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে আল আমিন মারা যান। হামলার ঘটনায় নিহতের চাচা ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’