শিরোনাম
যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএগুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জানে আলম অপু রিমান্ডেমাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতাকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ময়মনসিংহে ধর্ষণ মামলায় ২ আসামি গ্রেপ্তারবাংলাদেশি মডেল শান্তা ভারতে গুপ্তচরবৃত্তি করছিলেন কি না খতিয়ে দেখছে কলকাতা পুলিশসম্প্রচার প্রতিষ্ঠান ভারতীয়, পাকিস্তানে এশিয়া কাপ দেখা নিয়ে শঙ্কাভ্যানের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে খুনহবিগঞ্জে চা-বাগানের রাস্তায় গাছ ফেলে ট্রাকে ডাকাতিমির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

‘তোমায় গান শোনাবো’র ৬০০তম পর্বে গান শোনাবেন ফাহমিদা নবী

‘তোমায় গান শোনাবো’র ৬০০তম পর্বে গান শোনাবেন ফাহমিদা নবী

প্রতি শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। আজ অনুষ্ঠানটি ৬০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বিশেষ এই পর্বে আজ গান শোনাবেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। দুই ঘণ্টা ব্যাপ্তির সরাসরি এই অনুষ্ঠানে নিজের পছন্দের গানের পাশাপাশি দর্শকদের অনুরোধে বেশ কিছু গান শোনাবেন তিনি।

তোমায় গান শোনাবো অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। উপস্থাপনা করছেন কৌশিক শংকর দাশ। মাছরাঙা টেলিভিশনের সম্প্রচার শুরুর প্রথম বছর থেকেই প্রচারিত হচ্ছ অনুষ্ঠানটি। আধুনিক, লোকজ, নজরুলসংগীতসহ বিভিন্ন ধারার জনপ্রিয় শিল্পীরা অংশ নেন অনুষ্ঠানে, গেয়ে শোনান গান, সেই সঙ্গে গান প্রসঙ্গে চলে আলোচনা, কথোপকথন।

৬০০তম পর্বের অতিথি ফাহমিদা নবী বলেন, ‘আগেও বেশ কয়েকবার এই অনুষ্ঠানে গান করেছি আমি। এবার এই বিশেষ পর্বে আমন্ত্রণ পেয়ে খুব ভালো লাগছে। আশা করি, গানে গানে দর্শক-শ্রোতাদের মন ভরাতে পারব। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। আয়োজনের দিক থেকে এটি ভিন্নমাত্রার একটি অনুষ্ঠান। দেশের গুণী শিল্পীরা এখানে গান করেন। আমি নিজেও অনুষ্ঠানটি নিয়মিত দেখার চেষ্টা করি। আমি মনে করি, এ ধরনের অনুষ্ঠান নিয়মিত হওয়া উচিত।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button