[ad_1]
প্রতি শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। আজ অনুষ্ঠানটি ৬০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বিশেষ এই পর্বে আজ গান শোনাবেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। দুই ঘণ্টা ব্যাপ্তির সরাসরি এই অনুষ্ঠানে নিজের পছন্দের গানের পাশাপাশি দর্শকদের অনুরোধে বেশ কিছু গান শোনাবেন তিনি।
তোমায় গান শোনাবো অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। উপস্থাপনা করছেন কৌশিক শংকর দাশ। মাছরাঙা টেলিভিশনের সম্প্রচার শুরুর প্রথম বছর থেকেই প্রচারিত হচ্ছ অনুষ্ঠানটি। আধুনিক, লোকজ, নজরুলসংগীতসহ বিভিন্ন ধারার জনপ্রিয় শিল্পীরা অংশ নেন অনুষ্ঠানে, গেয়ে শোনান গান, সেই সঙ্গে গান প্রসঙ্গে চলে আলোচনা, কথোপকথন।
৬০০তম পর্বের অতিথি ফাহমিদা নবী বলেন, ‘আগেও বেশ কয়েকবার এই অনুষ্ঠানে গান করেছি আমি। এবার এই বিশেষ পর্বে আমন্ত্রণ পেয়ে খুব ভালো লাগছে। আশা করি, গানে গানে দর্শক-শ্রোতাদের মন ভরাতে পারব। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। আয়োজনের দিক থেকে এটি ভিন্নমাত্রার একটি অনুষ্ঠান। দেশের গুণী শিল্পীরা এখানে গান করেন। আমি নিজেও অনুষ্ঠানটি নিয়মিত দেখার চেষ্টা করি। আমি মনে করি, এ ধরনের অনুষ্ঠান নিয়মিত হওয়া উচিত।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]