শিরোনাম
চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলিব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার‘নোবেল ডিজিজ’ কী, অনেক নোবেল বিজয়ী এই ‘রোগে’ আক্রান্ত হন কেনকিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন: সাখাওয়াত হোসেনবিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ কেমন করলেন বাংলাদেশি দুই সাঁতারু‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’: হাসপাতাল ভাঙচুর, ফটকে তালাগাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘজুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকেজাতীয় ঐক্য গড়তে হাজারো রাজবন্দীকে মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে ‘সাবা’ ও ‘২ষ’

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে ‘সাবা’ ও ‘২ষ’

Ajker Patrika

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে ‘সাবা’ ও ‘২ষ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৮: ১৯

Photo

‘২ষ’ সিরিজের দৃশ্য ও ‘সাবা’ সিনেমার দৃশ্য

গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের ফ্রম দ্য সাবকন্টিনেন্ট বিভাগে জায়গা পেয়েছে সাবা ও ২ষ।

সাবা বানিয়েছেন মাকসুদ হোসেন। এই সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান সাবা। বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানা নিয়েছেন। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ারটা পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় শিরিনের। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে? এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও সাবা মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ। ১৭ আগস্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে প্রদর্শিত হবে সাবা।

অন্যদিকে এই উৎসবে ২ষ সিরিজের দুটি প্রদর্শনী হবে। ২০ আগস্ট প্রথম প্রদর্শনীর পর দ্বিতীয় প্রদর্শনীটি হবে ২৪ আগস্ট। চারটি গল্প দিয়ে সাজানো হয়েছে ২ষ। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমু প্রমুখ।

এবার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন উৎসবে বাংলাদেশের পাশাপাশি টালিউডের বেশ কয়েকটি সিনেমা জায়গা করে নিয়েছে। উৎসবে দেখা যাবে তনুশ্রী দাস আর সৌম্যনন্দ সাহির ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের সিনেমা ‘পুরাতন’ এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’।

এ ছাড়া উৎসব কর্তৃপক্ষ পালন করছে ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে উৎসবে প্রদর্শিত হবে ঋত্বিক ঘটকের দুটি রিস্টোর করা সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ এবং ‘মেঘে ঢাকা তারা’।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button