শিরোনাম
চাঁদা না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ীকে গুলিব‍্যাংকে হামলা চালানো সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার‘নোবেল ডিজিজ’ কী, অনেক নোবেল বিজয়ী এই ‘রোগে’ আক্রান্ত হন কেনকিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন: সাখাওয়াত হোসেনবিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ কেমন করলেন বাংলাদেশি দুই সাঁতারু‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’: হাসপাতাল ভাঙচুর, ফটকে তালাগাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘজুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকেজাতীয় ঐক্য গড়তে হাজারো রাজবন্দীকে মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টধর্ষণের দিন হাকিমির স্ত্রী-সন্তান ছিলেন ছুটিতে, অভিযোগ নারীর

বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন ফোয়াদ নাসের বাবু

বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন ফোয়াদ নাসের বাবু

বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী। কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির জামান, প্রিয়াঙ্কা ও রাবেয়া সেতু।

ফোয়াদ নাসের বাবু বলেন, ‘বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে তারুণ্যদীপ্ত একটি গান তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য। একদল নবীন শিল্পী কণ্ঠ দিয়েছে গানে। প্রত্যেকেই ভালো গায়, ভালো গেয়েছে। ভালো একটি গান হয়েছে। গানটি শুনে ভালো লাগবে সবার।’

কণ্ঠশিল্পী রাশেদ বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাই একজন পরীক্ষিত শিল্পী ও সুরকার। তাঁর সুরে গাইতে পারাটা যেকোনো শিল্পীর জন্য গৌরবের। তার ওপর এটি দেশের গান। সব মিলিয়ে ভালো লেগেছে আমার।’

শিল্পী সাব্বির জামান বলেন, ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে শিরোনামের গানটি বাংলাদেশ টেলিভিশনে ফিলার হিসেবে প্রচারিত হবে। ফোয়াদ নাসের ভাই আমাদের অনুসরণীয় একজন শিল্পী। বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এই গানটিও দারুণ করেছেন। গানের কথা ভালো লেগেছে আমাদের। আমরা যাঁরা গেয়েছি, তাঁরা সবাই বেশ খুশি। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে গানটি।’

‘বাংলার গায়েন’খ্যাত শিল্পী রাবেয়া সেতু প্রথমবারের মতো গাইলেন ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে। সেতু বলেন, ‘আমার সৌভাগ্য বাবু স্যারের সুরে গাইতে পেরেছি। এটা আমার জন্য আগামী দিনের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আরও যাঁদের সঙ্গে গেয়েছি, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা।’

জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে গানটি চলতি সপ্তাহে বিটিভিতে প্রচার করা হবে বলে জানা গেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button