শিরোনাম
ঢাকায় ‎গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৬, মামলা ৩৩টি: ‎ডিএমপিবিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২প্রেমতলীতে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগদোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাইয়েমেনে শেষ মুহূর্তে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড বাতিল, দাবি মুসলিম ইমামেরবাবা-মেয়ের গলায় দা ধরে টাকা-স্বর্ণালংকার ছিনতাইকমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসিনিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তির চলমান প্রক্রিয়া নিয়ে রুল জারিবেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন এখনইএলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে আন্তমন্ত্রণালয় কমিটি

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই রায় দেন।

দণ্ডিত স্বপন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার আক্তার হোসেন শেখের ছেলে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে স্বপনের সঙ্গে তাঁর ছোট ভাই রোকন শেখের মারামারি হয়। একপর্যায়ে স্বপন ধারালো ছুরি দিয়ে রোকনের বুকের ডান পাশে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় রোকনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রোকনের বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জানুয়ারি পুলিশ আদালতে স্বপন শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button