ঢাকায় গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৬, মামলা ৩৩টি: ডিএমপি


গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ৪৭১টি টহল টিম ও ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির বিভিন্ন থানায় এ সময়ে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে তালেবুর রহমান বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই শিফটে ডিএমপির ৪৭১টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ২৫৯টি ও দিনে ২১২টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রল টিম ২১২টি, ফুট পেট্রল টিম ২০টি ও হোন্ডা পেট্রল টিম ২৭টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৬৬টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে—একজন ডাকাত, পাঁচজন চোর, ১৩ জন মাদক কারবারি, দুজন প্রতারক ও ১২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ ১৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১২৩টি চোরাই মোবাইলও উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ১০০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হেরোইন।
গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৩৩টি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডিএমপির ৫০টি থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন ও ১০৬৮টি খুনের মামলা হয়েছে। ডিএমপিতে মোট তদন্তাধীন মামলার সংখ্যা ৭৮১২টি। ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৮৪৫টি মামলা করেছে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগ। এদের মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর রহমান।