শিরোনাম

বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

Ajker Patrika

বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৬: ৫৪

Photo

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার বাঘা-ঈশ্বরদী মহাসড়কের হাবাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সম্রাট উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের উজ্জ্বল মন্ডলের ছেলে।

জানা গেছে, গতকাল রাতে মীরগঞ্জ মোড় থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সম্রাট। এ সময় হাবাসপুর এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী একই গ্রামের সাব্বির হোসেন (২২) ছিটকে পড়লেও প্রাণে বেঁচে গেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, তিনি বিষয়টি জেনেছেন। যেহেতু ওই যুবক নিজে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন, সে কারণে তাঁর পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button