শিরোনাম
বিলম্বিত ট্রেনে যেভাবে রাউলিংয়ে মাথায় আসে হ্যারি পটারের প্লট‘মাঠকর্মীদের সঙ্গে ঝগড়ায় ভারতের কোচের কোনো দোষ নেই’বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রবিবিসির প্রতিবেদন /ট্রাম্পের শুল্কে বড় ধাক্কা খাবে ভারতের পোশাকসহ রপ্তানি খাতসৈয়দপুরে আকাশমণি গাছে ঝুলছিল তরুণের মরদেহঢাকা মেডিকেলে সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটকজুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে শাহবাগে শহীদ পরিবার ও আহতদের অবস্থান কর্মসূচিশ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তারতারেক-বাবরের খালাসের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানিথানায় তাসকিনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, বন্ধু ‘ট্রমাটাইজড’, আসল ঘটনা কী

কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি

কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি

ঢাকার মাঠ ও পার্কসমূহের ব্যবস্থাপনায় এত দিন প্রচলিত ক্লাবভিত্তিক মডেল থেকে সরে এসে এবার কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনার দিকে এগোচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) গুলশানের নগর ভবনে অনুষ্ঠিত ডিএনসিসির অষ্টম করপোরেশন সভায় এ তথ্য জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার পাবলিক পার্কগুলোতে সর্বসাধারণের প্রবেশ একটি অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্য ক্লাবভিত্তিক মডেল থেকে সরে এসে কমিউনিটিভিত্তিক পদ্ধতিতে পার্কগুলো রক্ষণাবেক্ষণ করা হবে। তিনি আরও জানান, ডিএনসিসি নতুন করে আর কোনো ক্লাবকে মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিচ্ছে না।

পর্যায়ক্রমে ঢাকার সব মাঠ ও পার্ক ডিএনসিসির উদ্যোগে এলাকাবাসীর সমন্বয়ে কমিটি গঠন করে সংশ্লিষ্ট কমিটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। এর ফলে মাঠ ও পার্কগুলোতে নাগরিক মালিকানার ধারণা তৈরি করা যাবে বলে আশা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে আজকের করপোরেশন সভায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ পার্ক ও ডা. ফজলে রাব্বি পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান সোসাইটিকে দেওয়া হয়েছে।

প্রশাসক মোহাম্মদ এজাজ আবারও উল্লেখ করেন, ‘আমাদের মূল উদ্দেশ্যই হলো মাঠ ও পার্কগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া। আমরা ক্লাবভিত্তিক মাঠ ব্যবস্থাপনা থেকে বেরিয়ে কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছি।’

তিনি জানান, ডিএনসিসি কোনো মাঠ বা পার্ক ইজারা দেবে না। এগুলো কমিউনিটির মাধ্যমে কমিটি করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে, যেন মাঠ ও পার্কগুলো সব সময় সবার জন্য উন্মুক্ত রাখা যায়।

উল্লেখ্য, গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কসহ যেসব মাঠ ও পার্ক আগে সম্পন্ন চুক্তির ভিত্তিতে ক্লাবের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সেগুলোর কার্যক্রম মনিটরের জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে স্থানীয় জনগণের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে পার্ক ও খেলার মাঠকেন্দ্রিক জনগণের অধিকার রক্ষার নিশ্চয়তা দেওয়া হবে। এ ছাড়া যথাযথ নিয়মে পার্ক ও মাঠ পরিচালিত হচ্ছে কি না, সেটি এই কমিটি সার্বক্ষণিক তদারকি করবে।

চলমান চুক্তির মেয়াদ শেষে পরে ক্লাবভিত্তিক মডেলে আর পার্ক ও মাঠ ব্যবস্থাপনা করা হবে না বলে ডিএনসিসি জানিয়েছে। এই নতুন পদক্ষেপ ঢাকার নাগরিকদের জন্য উন্মুক্ত স্থান ব্যবহারের সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button