শিরোনাম
বিলম্বিত ট্রেনে যেভাবে রাউলিংয়ে মাথায় আসে হ্যারি পটারের প্লট‘মাঠকর্মীদের সঙ্গে ঝগড়ায় ভারতের কোচের কোনো দোষ নেই’বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রবিবিসির প্রতিবেদন /ট্রাম্পের শুল্কে বড় ধাক্কা খাবে ভারতের পোশাকসহ রপ্তানি খাতসৈয়দপুরে আকাশমণি গাছে ঝুলছিল তরুণের মরদেহঢাকা মেডিকেলে সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটকজুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে শাহবাগে শহীদ পরিবার ও আহতদের অবস্থান কর্মসূচিশ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তারতারেক-বাবরের খালাসের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানিথানায় তাসকিনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, বন্ধু ‘ট্রমাটাইজড’, আসল ঘটনা কী

বাবা-মেয়ের গলায় দা ধরে টাকা-স্বর্ণালংকার ছিনতাই

বাবা-মেয়ের গলায় দা ধরে টাকা-স্বর্ণালংকার ছিনতাই

মৌলভীবাজারের বড়লেখায় প্রকাশ্যে ব্যবসায়ী ও তাঁর মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তাঁর মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌর শহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন।

ব্যাংক থেকে টাকা তোলার পর তাঁরা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে।

তাঁরা খসরু ও তাঁর মেয়ে সুহাদার গলায় দা ধরে ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা, স্বর্ণের একটি চেইন ও একটি আংটি ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানতে চাইলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button