শিরোনাম

গোসলে নেমে নববিবাহিত যুবকের মৃত্যু

গোসলে নেমে নববিবাহিত যুবকের মৃত্যু

গাইবান্ধার ফুলছড়িতে গোসলে নেমে আল আমিন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে এ দুর্ঘটনা ঘটে।

আল আমিন ওই গ্রামের ফজল মিয়ার ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তিনি বিয়ে করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলে আল আমিন তাঁর বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময়েও ভেসে না ওঠায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button