শিরোনাম

নিম্নচাপের প্রভাবে কলাপাড়ায় উত্তাল সাগর, থেমে থেমে বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে কলাপাড়ায় উত্তাল সাগর, থেমে থেমে বৃষ্টি

Ajker Patrika

নিম্নচাপের প্রভাবে কলাপাড়ায় উত্তাল সাগর, থেমে থেমে বৃষ্টি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৩: ২৫

Photo

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উত্তাল বঙ্গোপসাগর। ছবি: আজকের পত্রিকা

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। চাপ বেড়েছে বাতাসের।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা।

এদিকে নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে। পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া পটুয়াখালীসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় এসব নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারের মাঝিদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রে মাছ ধরা সব নৌকা, ট্রলারের জেলেদের সতর্কতার সঙ্গে সাগরে মাছ ধরতে বলা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button