শিরোনাম
ভারতের হরিদ্বারে মনসা দেবীর মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত ৫৫সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন সারজিসরাজস্থানে বাংলাভাষী মুসলিম তরুণ আটক, নাগরিকত্বের প্রমাণ থাকার পরও বাংলাদেশে পুশইনগার্দিওলাও হতে চেয়েছিলেন ভারতের কোচ, ফেডারেশন বলছে ভুয়ানিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়া, হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবার দুশ্চিন্তায়বিশ্বব্যাপী এআই সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব চীনেরনেত্রকোনায় এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, যুবলীগ নেতা আটকইইউতে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের কারণ জানাল মেটাভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তারদুর্ভিক্ষে চলৎশক্তিহীন গাজাবাসী, লবণপানিই একমাত্র খাবার

খাগড়াছড়িতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

খাগড়াছড়িতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

খাগড়াছড়িতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদরের ধর্মগড় বড়পাড়া এলাকায় সড়কের পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তাঁরা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন পঙ্কজ ত্রিপুরা (৫০) ও উপেন ত্রিপুরা (২৯)।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বিকেলে বড়পাড়া এলাকার সড়কের পাশে ঝুলে থাকা বিদ্যুতের সার্ভিস তারে জড়িয়ে যান পঙ্কজ ত্রিপুরা। খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে যান উপেন ত্রিপুরা। এ সময় উপেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় পঙ্কজকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতায়িত হয়ে আহত দুজনের মধ্যে পঙ্কজ ত্রিপুরাকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button