শিরোনাম
রাজধানীর নাবিস্কো মোড় থেকে বিদেশি পিস্তলসহ ২ ব্যক্তি আটকইউটিউবে এখন মিস্টার বিস্টের ধারেকাছে কেউ নেই, পেলেন বিশেষ বাটনএকসঙ্গে ২০ জনের সঙ্গে প্রেম, উপহারের আইফোন বেচে ফ্ল্যাটের মালিক তরুণীশহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, ঘোষণা আসবে ইশতেহারেরখণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে ছাত্রদলের নেতা–কর্মীরা, সবচেয়ে বড় ছাত্র সমাবেশের আশারাশিয়ায় ৬০০ বছর পর জাগল আগ্নেয়গিরি, ছাই উঠে গেলে ৬ হাজার মিটারএসএসসি পাসে ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনেজামালদের ক্যাম্প শুরু ১৩ আগস্টরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধসামরিক ড্রোন কেনায় কমিশন বাণিজ্য, ইউক্রেনে এমপি ও কর্মকর্তা গ্রেপ্তার

৫ বছরে চামড়াশিল্পে সাড়ে ১২ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

৫ বছরে চামড়াশিল্পে সাড়ে ১২ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

চামড়া ও চামড়াজাত শিল্পে আগামী পাঁচ বছরে ১২ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নবম বাংলাদেশ লেদার ও ফুটওয়্যার এক্সপো (বিএলএফ)-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিন দিনব্যাপী মেলায় ১৪টি দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান ১৪৮টি স্টল নিয়েছে। এই মেলায় আধুনিক ট্যানিং ও ফিনিশিং মেশিনারিজ, চামড়া, চামড়াজাত পণ্যসামগ্রী, যন্ত্রাংশ এবং ট্যানারির প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

উপদেষ্টা বলেন, চামড়া, ফুটওয়্যার এবং চামড়াজাত পণ্যে মূল্য সংযোজনের সুযোগ বেশি। এই খাতে ব্যাকওয়ার্ড লিংকেজ ও ফরওয়ার্ড লিংকেজের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই শিল্পে ২০৩০ সাল নাগাদ ৩৫ থেকে ৪০ লাখ জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ১২ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের লেদার, লেদারগুডস এবং ফুটওয়্যার উৎপাদন ও রপ্তানি করার সম্ভাবনা রয়েছে।

আদিলুর রহমান খান বলেন, চামড়াশিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিমুখী খাত। এই শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপশি লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। পরিবেশবান্ধব ট্যানারি-ব্যবস্থা, আধুনিক মেশিনারিজ ও প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ এবং সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় চামড়াশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিল্প উপদেষ্টা আরও বলেন, এই মেলা উদ্যোক্তা, রপ্তানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধ তৈরি করবে, যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম চামড়াশিল্পের উন্নয়নে বিসিকের কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেবী রাণী কর্মকার, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মো. মিজানুর রহমান ও মোহাম্মদ আলী বাপ্পী বক্তব্য দেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button