শিরোনাম
ভারত-ইংল্যান্ড টেস্টে আম্পায়ারদের দিকে অভিযোগের আঙুল ব্রডেরপশ্চিমাদের প্রস্থানে ইরাকের তেল বাণিজ্যে আধিপত্য বাড়ছে চীনা কোম্পানিরসাংস্কৃতিক সংগঠক কামাল পাশাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত: ট্রাম্পের উপদেষ্টা‘সালাহ উদ্দীন, সুজনদের মতো বড় কোচদের না আসাটা ক্ষতি’শ্রীপুরে শহরের সড়কে হাঁটুপানি, বড় বড় গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল৬ হাজার বছর আগের দুই বোনের ‘হাইপাররিয়েলিস্টিক’ মুখাবয়ববাংলাদেশিদের ভিসা বন্ধের এক বছর, কলকাতায় ‘মিনি বাংলাদেশ’-এর ক্ষতি ১০০০ কোটি রুপিখুবি ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে শিক্ষার্থীরাত্বক সুন্দর চাইলে নীল আলো থেকে দূরে থাকুন

ছেড়ে দেওয়া আসামিকে আবার গ্রেপ্তার করল পুলিশ

ছেড়ে দেওয়া আসামিকে আবার গ্রেপ্তার করল পুলিশ

বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজুকে আটকের পাঁচ ঘণ্টা পর ছেড়ে দিয়েছিল চট্টগ্রাম নগরের খুলশী থানা-পুলিশ। পরে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খুলশী থানার পোড়া কলোনির একটি পাহাড় থেকে সাজুকে আটক করা হয়েছিল। পরে ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ ওমর ফারুক কয়েকজনকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে বৈঠক করেন। রাত সাড়ে ১১টার দিকে সাজুকে ছেড়ে দেয় পুলিশ।

এ নিয়ে সমালোচনা শুরু হলে আসামি মো. সাজুকে বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবার গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন।

খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন বলেন, ‘একজনকে থানায় আনা হয়েছিল একটি অভিযোগের ভিত্তিতে। পরে ভুক্তভোগী পক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এটা নিয়ে আলোচনা শুরু হলে আবার তাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।’

এ বিষয়ে মামলার বাদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলশীর উপবিভাগীয় প্রকৌশলী কুন্তল সরকার বলেন, ‘আমাদের মামলার ১ নম্বর আসামি মো. সাজু।’

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত ২৮ মে দুপুরে লালখান বাজার পোড়া কলোনি এলাকায় অভিযান চালানোর সময় বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় একদল লোক। পরে এ ঘটনায় মামলায় মো. সাজুসহ সাতজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়েছিল চার আসামিকে। তবে প্রধান আসামি সাজুসহ তিনজন পলাতক ছিলেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button