[ad_1]
বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজুকে আটকের পাঁচ ঘণ্টা পর ছেড়ে দিয়েছিল চট্টগ্রাম নগরের খুলশী থানা-পুলিশ। পরে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খুলশী থানার পোড়া কলোনির একটি পাহাড় থেকে সাজুকে আটক করা হয়েছিল। পরে ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ ওমর ফারুক কয়েকজনকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে বৈঠক করেন। রাত সাড়ে ১১টার দিকে সাজুকে ছেড়ে দেয় পুলিশ।
এ নিয়ে সমালোচনা শুরু হলে আসামি মো. সাজুকে বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবার গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন।
খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন বলেন, ‘একজনকে থানায় আনা হয়েছিল একটি অভিযোগের ভিত্তিতে। পরে ভুক্তভোগী পক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এটা নিয়ে আলোচনা শুরু হলে আবার তাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।’
এ বিষয়ে মামলার বাদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলশীর উপবিভাগীয় প্রকৌশলী কুন্তল সরকার বলেন, ‘আমাদের মামলার ১ নম্বর আসামি মো. সাজু।’
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত ২৮ মে দুপুরে লালখান বাজার পোড়া কলোনি এলাকায় অভিযান চালানোর সময় বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় একদল লোক। পরে এ ঘটনায় মামলায় মো. সাজুসহ সাতজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়েছিল চার আসামিকে। তবে প্রধান আসামি সাজুসহ তিনজন পলাতক ছিলেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]