শিরোনাম

পত্নীতলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪

পত্নীতলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন হোসেন ওই গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে।

আহতরা হলেন—বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন। তারা সবাই পশ্চিম পাটিচরা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্র জানা গেছে, সকাল থেকে কৃষক ও কৃষাণীরা বাড়ির পাশে ধানের মাঠে কাজ করছিলেন। সেখানে স্বাধীন হোসেন জমিতে ট্রাক্টর (পাওয়ারটিলার) দিয়ে হালচাষ করছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ করে পাশের একটি টিনের চালের ঘরে আশ্রয় নেন তিনি ও অন্যরা।

স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘরের ভেতরে থাকা স্বাধীন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন বাবুলাল মুর্মু ও ফুলমনিসহ অন্যরা। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয়রা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলামিন হোসেন বলেন, ‘স্বাধীন হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এর মধ্যে বাবুলালকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button