শিরোনাম
অর্থনীতি সুস্থ অবস্থায় ফিরবে জানুয়ারিতেআরও ৭৩ ফিলিস্তিনি নিহত, ত্রাণ নিতে গিয়ে প্রাণহানি ২০০০ ছুঁইছুঁইগবাদিপশু ও পোলট্রির ‘হিট স্ট্রেস’ নিয়ন্ত্রণে নতুন এআই সিস্টেম উদ্ভাবনড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিল মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিনতুন ল্যাপটপ কিনতে বাধ্য করছে মাইক্রোসফট, মামলা করলেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীকৃষিঋণের আওতায় যুক্ত হচ্ছে নতুন ৮ ফসলইউটিউবে ভিউ বাড়াতে কমিউনিটি পোস্ট ব্যবহারের ১০ উপায়রোদে পুড়ে হাতের ত্বক কালো হয়ে যাচ্ছে? রং ফেরাতে যত্ন নিন এভাবেস্লুইসগেটের পানির স্রোতে বিদ্যুৎ তৈরি করে আলো ছড়াচ্ছেন মনিরুলসহনীয় থাকলেও ঢাকার বায়ুমানে অবনতি

ভোটের আগে প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা চায় জামায়াত

ভোটের আগে প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা চায় জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি হুঁশিয়ারি দিয়েছে, দেশে আর কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে দেওয়া হবে না।

শনিবার বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। ভোটকক্ষ পাহারা দিতে এখন থেকেই ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।’

দিনব্যাপী এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে বিভাগের আট শতাধিক দায়িত্বশীল নেতা অংশ নেন।

বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অতীতে নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে এবং এখনো সে আশঙ্কা আছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া উচিত বলেও মত দেন তাঁরা। নেতারা বলেন, ‘ভোট যেন হয় শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।’

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠির আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলার আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং বরগুনার আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।

সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button