শিরোনাম
অ্যাশেজের আগে ৫টি বড় প্রশ্নের মুখে ইংল্যান্ডজাফলং চা-বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারসেনাবাহিনীর হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা‘নির্বাচন নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’হাসিনা যাওয়ার পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে: আমীর খসরুমেডিকেল ট্যুরিজম প্রদর্শনী শুক্রবার, থাকবেন চীনের চিকিৎসকেরাতরুণদের জন্য মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে: মাহমুদুর রহমানগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেনআমার মা সিলেটী, দিল্লিতে থাকেন—ভারতে বাংলা ভাষা নিয়ে বিতর্কে মহুয়া মৈত্রর হুংকারচলে গেলেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার

চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি

চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি

ময়মনসিংহে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চাঁদাবাজি বন্ধ ও চাঁদা দাবি করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সোমবার ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এই স্মারকলিপি দেন।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম বিস্তারিত শুনে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, ‘আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।’

এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে চাঁদাবাজির দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপের দাবিতে আগামীকাল মঙ্গলবার মানববন্ধন ও পরবর্তী সময়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিক বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা যায়, চাঁদা দাবি করে গত শনিবার নগরীর বাঘ মারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করা হয়।

এ ঘটনার পর জেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে স্বদেশ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা চাঁদাবাজদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলে মতামত ব্যক্ত করেন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button