শিরোনাম
মাদক পাচার রোধে কক্সবাজার রেলস্টেশনে বসানো হয়েছে স্ক্যানার মেশিনবছরের শুরুতেই রপ্তানিতে চমকঅবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেঅবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেইকুয়েডরের প্রাকৃতিক স্বর্গ হঠাৎ অস্তিত্ব সংকটে, নেপথ্যে বিপুল সোনাশাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল বিমানের প্রথম ফ্লাইটপাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টামিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনাযে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের গুলি করে, আমি সেই বাহিনী চাই না: মৎস্য উপদেষ্টাপ্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

জরিমানার ভয় পায়নি ভারত, এবার শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

জরিমানার ভয় পায়নি ভারত, এবার শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনছে। আর তা চড়া দামে খোলা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা করছে।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’

এরপর তিনি হুমকি দেন, ‘এ কারণে আমি ভারতের ওপর আরোপিত শুল্ক আরও বাড়াব।’ তবে নতুন শুল্কের হার কত হবে, তা তিনি উল্লেখ করেননি।

প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট। ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট। ছবি: সংগৃহীত

এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি রাশিয়া থেকে পণ্য কেনার জন্য ভারতকে অতিরিক্ত ‘জরিমানা’ আরোপ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। তবে ট্রাম্পের জরিমানার ঘোষণায় ভয় পায়নি ভারত। তাই এবার নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প।

তবে ভারতের সরকারি সূত্রগুলো বলছে, এই শুল্কের প্রভাব ভারতীয় অর্থনীতির ওপর ‘নগণ্য’ হবে। জিডিপিতে এর ক্ষতি শূন্য দশমিক ২ শতাংশের বেশি হবে না বলে সূত্রগুলো মনে করছে।

সপ্তাহান্তে সরকারি সূত্রগুলো আরও জানায়, ভারতের তেল কোম্পানিগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না; কারণ, ভারতের জ্বালানি ক্রয় ‘জাতীয় স্বার্থ ও বাজার ব্যবস্থার’ ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। আর এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাতারাতি কেনা বন্ধ করা এত সহজ নয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button