শিরোনাম

প্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ‘সিনিয়রদেরও বিরাগভাজন হয়েছিলেন দুদকের শরীফ উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ সদরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

গত শনিবার (২ আগস্ট) আজকের পত্রিকায় ই-মেইলে পাঠানো বিবৃতিতে জাফর সাদিক উল্লেখ করেন, প্রতিবেদনে বর্ণিত সময়ে (২০২১ সালের ফেব্রুয়ারি মাস) দুদক সচিব যখন কক্সবাজারে ভ্রমণ করেন, তখন তিনি (জাফর সাদিক) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালের ৯ মে তিনি কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। কক্সবাজার জেলায় তাঁর কর্মকালে তিনি দুদক সচিবের কোনো সফরসূচি পাননি।

জাফর সাদিক আরও বলেন, ‘দুদক সচিবের সফরের তিন মাসের মধ্যে আমি দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পাই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।’

প্রতিবেদকের বক্তব্য

প্রতিবেদনে ভুলবশত ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুদক সচিবের ওই সফরের তিন মাসের মধ্যে মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান লেখা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি প্রায় পাঁচ মাস পর একই বছরের ৩০ জুন দুদক সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান।

প্রতিবেদনের মূল বিষয় সঠিক এবং এ-সংক্রান্ত সব তথ্য-প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button