বরিশালে ছাত্রদলের যানজট নিরসন ও ইফতার বিতরণ


সৈয়দ তাজুল ইসলাম নয়ন।। রমজান মাসে নগরীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম চকবাজার। ইফতারের আগে সেখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়, যার ফলে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা নিরসনে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন।
শুধু যানজট নিরসনেই নয়, বরিশাল মহানগর ছাত্রদল পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণেরও আয়োজন করে। কর্মসূচির নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হাসান তাসনিম। এ সময় মহানগর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও বিভিন্ন কলেজের ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন।
মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হাসান তাসনিম বলেন, “রমজানের এই পবিত্র সময়ে আমাদের সামান্য সহযোগিতায় যদি মানুষের কষ্ট একটু কমে, সেটাই আমাদের বড় প্রাপ্তি। আমরা চেষ্টা করেছি যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে এবং পথচারীদের হাতে ইফতার তুলে দিতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অন্যান্য নেতারাও জানান, ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায়। রাজনীতির পাশাপাশি সামাজিক কার্যক্রমের মাধ্যমেও জনগণের কল্যাণে ভূমিকা রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এ কর্মসূচিতে সাধারণ পথচারীরা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলেন, রমজানে ইফতারি সংগ্রহ করা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ে। ছাত্রদলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। যানজট নিরসনে সহায়তার বিষয়টিও পথচারীদের জন্য স্বস্তিদায়ক ছিল।
বরিশাল মহানগর ছাত্রদলের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক কাজ আরও বেশি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।