আমতলীতে ডাকাতি ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার


ক্রাইম জোন ২৪।। আমতলীতে মঙ্গলবার গভীর রাতে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন এবলাস (৪০) ও তার সহযোগী সামসুল হক (৪৬)।
এবলাস আমতলীর কুকুয়া ইউনিয়নের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে এবং তার বিরুদ্ধে ৩টি হত্যা ও ২টি ডাকাতি মামলার অভিযোগ রয়েছে। তাকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, সামসুল হক পটুয়াখালীর মহিপুর থানার নিজামপুর গ্রামের আমজেদ চৌকিদারের ছেলে এবং তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এবলাস ও সামসুল হক একটি অটো রিকশায় পটুয়াখালির দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ফায়ার সার্ভিসের সামনে আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গ্রেপ্তার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, এবলাস এবং সামসুল হক দুই জনই ভয়ংকর অপরাধী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বুধবার দুপুরে তাদেরকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং জেল হাজতে পাঠানো হয়।