বরিশালে বিএনপির পকেট কমিটি গঠনের পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ


আল ইসলাম হোসেন বাপ্পি ::: বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) পকেট কমিটি গঠনের পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির একটি অংশ।
রোববার (১৬ মার্চ) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে বরিশাল ক্লাবে যায় তারা। এ সময় ক্লাব মিলনায়তনে বিএনপি বিভাগীয় সাংগঠনিক সভা চলছিল।
সেখানে উপস্থিত বিএনপির বরিশাল বিভাগীয় টিম প্রধান আবদুল আউয়াল মিন্টুর কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন ও সাবেক সদস্য সচিব আকতার হোসেন মেবুলসহ নেতাকর্মীরা।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয়ে আসছে। কিন্তু বিভাগীয় সাংগঠনিক সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন পকেট কমিটি করতে অপতৎপরতা চালাচ্ছে। তাই আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির বিভাগীয় টিম প্রধানের কাছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের কথা জানিয়েছি। তিনি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। কমিটিতে অনিয়ম হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।