শিরোনাম

বরিশালে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর উদ্যোগের দাবি

বরিশালে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর উদ্যোগের দাবি

সৈয়দ তাজুল ইসলাম নয়ন : বরিশাল নগরীতে মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে পবিত্র মাহে রমজানে এই সমস্যা আরও তীব্র হয়ে উঠেছে। নগরবাসী দিন-রাত মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠলেও, বরিশাল সিটি কর্পোরেশনের (বসিক) নেওয়া উদ্যোগ কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

নতুল্লাবাদ এলাকার চা ব্যবসায়ী ফরাদ জানান, “মাঝে মাঝে সিটি কর্পোরেশনের লোকজন ওষুধ ছিটাতে আসে, কিন্তু সেই ওষুধে কোনো কাজ হয় না। মশার উপদ্রব যেমন ছিল, তেমনই থাকে।”

বিবির পুকুরপাড় এলাকার দোকানদার জব্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়মিত ট্যাক্স দিই, কিন্তু তার কোনো সুফল পাচ্ছি না। সারাদিন রোজা রেখে কাজ করি, তারপর সন্ধ্যার পর যখন একটু বিশ্রাম নিতে চাই, তখনই মশার যন্ত্রণা অসহনীয় হয়ে ওঠে।”

স্থানীয়দের অভিযোগ, বরিশাল সিটি কর্পোরেশন মাঝে মাঝে মশক নিধনের কার্যক্রম চালালেও তা কার্যকর হচ্ছে না। অনেক স্থানে নালা-নর্দমা পরিষ্কার করা হয় না, ফলে মশা আরও বংশবৃদ্ধি করছে।

নগরবাসী দাবি করছেন, শুধুমাত্র লোক দেখানো কার্যক্রম নয়, বরং টেকসই ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে এবং নিয়মিত কার্যকর ওষুধ ছিটানো নিশ্চিত করতে হবে। অন্যথায় এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button