সারাদেশে অবৈধ সব ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ


ক্রাইম জোন ২৪।। দেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি ঠেকাতে হাইকোর্ট সারাদেশের সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী চার সপ্তাহের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ নির্দেশ বাস্তবায়নে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় প্রচলিত আইন উপেক্ষা করে ইটভাটা পরিচালনা করা হচ্ছে, যা পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে কৃষিজমি ধ্বংস, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনে অবৈধ ইটভাটার ভূমিকা রয়েছে।
এ আদেশের ফলে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে এসব অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
আইনজ্ঞ ও পরিবেশবিদরা বলছেন, দেশের আবাসন ও উন্নয়ন খাতের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। তবে আদেশ বাস্তবায়নে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।