২৯ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট


ক্রাইম জোন ২৪।। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩১ মে পর্যন্ত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে অনুষ্ঠিত সুষ্ঠু হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।
চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৬ হিজরির ৯ জিলহজ, অর্থাৎ ২০২৫ সালের ৫ জুন, পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ হজযাত্রী সৌদি আরব যাবেন। হজযাত্রীদের পরিবহনের দায়িত্বে থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (৫০ শতাংশ), সৌদিয়া এয়ারলাইনস (৩৫ শতাংশ) এবং ফ্লাইনাস এয়ারলাইনস (১৫ শতাংশ)। বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।
সভায় ফ্লাইট শিডিউল, রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, ফ্লাইট পরবর্তী যাত্রীসংখ্যা ও লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করেছে।