শিরোনাম

৭ মাসের শিশুকে ধর্ষণ, ৪১ দিনের মধ্যে দোষীর ফাঁসির রায়

৭ মাসের শিশুকে ধর্ষণ, ৪১ দিনের মধ্যে দোষীর ফাঁসির রায়

ক্রাইম জোন ২৪।। কলকাতার বড়তলা থানা এলাকায় সাত মাসের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় মাত্র ৪১ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে অভিযুক্ত রাজীব ঘোষালকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

২০২৩ সালের ডিসেম্বর মাসে বড়তলা থানা এলাকার ফুটপাতে এক শিশু কাঁদতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে দেয়। শিশুটির গোপনাঙ্গে একাধিক ক্ষত ছিল। তার বাবা-মা আগেই থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিলেন।

তদন্তে রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত রাজীব ঘোষালকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইনের (পকসো) ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।

মাত্র ২৬ দিনের মধ্যে পুলিশ চার্জশিট পেশ করে এবং দ্রুত বিচার কার্যক্রম শেষে ৪১ দিনের মধ্যে ব্যাঙ্কশাল আদালত দোষীকে ফাঁসির আদেশ দেন। বিচারক এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ উল্লেখ করে সর্বোচ্চ শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button